Skip to main content

টঙ্গীতে অসহায় দুস্থ ও ছিন্ন মূল শিশুদের মাঝে বিনা মূল্যে বই খাতা কলম বিতরণঃ

BDC বাংলা News:মোঃমেহেদী হাসান সোহাগ:Date:20.01.2024

গাজীপুরের টঙ্গীতে অসহায় শিশুদের কল্যাণে বাংলাদেশ সংগঠনের উদ্দ্যেগে অসহায় ,দুস্থ ও ছিন্নমূল শিশুদের মাঝে বিনা মূল্যে বই খাতা কলম  ও বিভিন্ন শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে । গত শনিবার (২০ জানুয়ারী ২০২৪ ইং ) দুপুরে টঙ্গী রেলওয়ে সংলগ্ন (নতুন বাজার ) এলাকায় এ সব বিতরণ করা হয়। এ সময় অসহায় শিশুদের কল্যাণে বাংলাদেশ সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ মো.শহীদুঁল্লাহ সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহম্মেদের পরিচালনায় উপস্থিত ছিলেন  স্যাটেলাইট টেলিভিশন চ্যালেন  মাই টিভির চেয়ারম্যান মোসাঃ বিলকিস জাহান ,অসহায় শিশুদের কল্যাণে বাংলাদেশ নামক সংগঠনের চেয়ারম্যান মোঃ মুজাহিদুল ইসলাম, গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি মিসেস শিরীন শহীদ,,মোসা: লুৎফা বেগম,সাংবাদিক বশির আলম ,মাহবুবুর রহমান জিলানী ,ডা. নয়ন পাটোয়ারী , অসহায় শিশুদের কল্যাণে বাংলাদেশ সংগঠনের ,নির্বাহী পরিচালক মোঃ বাচ্চু তালুকদার , সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম,মোঃ আবু হাসান ,টিটন ঘোষ, এস এম সারোয়ার, হাজ্বী মোঃ জাহাঙ্গীর মিয়া, আবু সাঈদ চৌধুরী,মোঃ নূরুল হক ভূইঁয়া, মোসাঃফেরদৌসী আক্তার,মোঃ আমান উল্লাহ, মোসাঃ শিল্পী আক্তার, মোসাঃ শিরিন আক্তার, মোসাঃ রওশন আরা বেগম, মোাঃ শ্রাবন্তী, মোসাঃ তাসলিমা আক্তার, মোঃ বিশাল তালুকদার, মোসাঃ ফাতেমা আক্তার চৌধুরী, মোঃ হাসিব চৌধুরী, মোঃ জহিরুল ইসলাম প্রমুখ ।  এ সময় মাই টিভির চেয়ারম্যান মোসাঃ বিলকিস জাহান সহ বক্তারা বলেন,অসহায় মানুষের সেবা এবং গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিনা মূল্যে  শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যহত  থাকুক এবং আমি  আপনাদের পার্শ্বে আছি ও থাকবো । উক্ত শিক্ষা উপকরণ সামগ্রী পেয়ে শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কৃতজ্ঞতা স্বীকার করেন।শিক্ষা উপকরণ বিতরণ শেষে শিশুসহ সকলের মাঝে দুপুরের খাবার দেওয়া হয় ।

Comments

Popular posts from this blog

নগরকান্দার নতুন বাজারে মোবাইল চোরচক্রের হামলায় ১জনের ২টি পা চুর্নবিচুর্ন

Custed BDC News বাংলা:Date:16.08.2025 ফরিদপুরে নগরকান্দার  কাইচাইল গ্রামের ৪নং ওয়ার্ডের নতুনবাজার নামক স্হানে চুরি হওয়া মোবাইল কে কেন্দ্র করে চোর পক্ষের সন্ত্রাসী হামলায় বাতু মিয়া নামক এক ব্যাক্তির ২টি ভেঙ্গে ফেলেছে। নগরকান্দা হাসপাতাল  চিকিৎসাধীন অবস্হায়  আহত মো:  বাতু মিয়ার অভিযোগ এলাকার বর্তমান  দায়িত্বরত  ফজলে মেম্বারের নেতৃত্বে সাকিল,পাবেল,নাইম,  সহিদুল,এনামুল,মাসুদ,যুয়েল  ইয়ার আলী,আক্কেল সঙ্ঘবদ্ধ হয়ে  লাঠিসোটা ও দেশীয় অস্র নিয়ে আমাকে হত্যার উদ্যেশ্যই  ঘুমন্ত অবস্হায় আঘাত করে।  সাকিল, পাবেল ও নাইম আমার ২ পায়ে আঘাত করে  এবং বাকিরা পাশে দাড়িয়ে থাকে।  একপর্যায়ে  আমার চিৎকারে এলাকাবাসীর ছুটে আসে এবং আমাকে হত্যার হাত থেকে রক্ষা করে..দ্রূত হাসপাতালে পেরন করে.. আহত বাতু মিয়া আরো জানান বর্তমান আওয়ামী সরকার আমলের মেম্বার  ফজলে নামক  এই মেম্বারের ছত্রছায় চোর চক্রোটি দাপটের সাথে এলাকায় চুরি ছিন্তাই যাবতীয় অপকর্মের সাথে জড়িত বলে অভিযোগ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা সৃস্টি হচ্ছে। এলাকাবাসী  আতং...

কাইচাইল ইউনিয়নের জিয়াখুলি গ্রামে পুলিশেন স্ত্রীর রহস্যজনক মৃত্যু:

BDC বাংলা News:Custed:Kazi Sobur:Date:09:04:2025 ফরিদপুরে নগরকান্দা উপজেলা কাইচাইল ইউনিয়নে  জিয়াখুলি গ্ৰামে ২বছরের শিশু সন্তান রেখে সামিরা আক্তার সুমি নামে এক পুলিশ কনস্টবলের স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়। উক্ত ঘটনার অনুসন্ধানে মৃত সুমির পিতা ইটালি প্রবাসী  কাইয়ুম মোল্লার সুতারকান্দার বাড়িতে গেলে মৃতের মা,আপন ছোটভাই,ফুপুর সাক্ষাতে বলেন সুমি আক্তারের স্বামী দির্ঘদিন যাবৎ সুমিকে অত্যাচার করে আসছিল। মৃত সুমির বাবা ইটালি প্রবাসী হওয়ায় বিয়ের সময় এবং পুলিশে চাকুরী,জায়গা ক্রয় করে বাড়ি তৈরির জন্য বিভিন্ন উপায়ে স্বামী,শশুর,শাশুরি লক্ষ টাকা নিয়েছে। সুমির বাবা ইটালি প্রবাসী হওয়ায় একমাত্র কন্যা সন্তানের সুখের জন্য যখন যা চেয়েছে দিয়ে আসছে। সুমির বাবা টাকা দিতে গড়িমসি করলেই স্বামী,ননোদ,শশুর,শাশুড়ি মিলে মারধর করতো  এবং ঘটনার দিন রাতে সৃমির স্বাশুরি,ননোদ ও শশুর মিলে হাত মারধর করার একপ্রর্যায়ে সুমির হাত পা চেপে ধরে জোর পুর্বক একজন মুখে বিষ মুখে ঢেলে দেয় বলে ভ্যানে তৃলে হাসপাতালে নেওয়ার সময় সুমি নিজ মুখে বলেছে বলে সুমির বাপের বাড়ির সবাই জানিয়েছেন। বিষপানে অসুস্থ  অবস্হায় নগরকান্দা হাসপ...

উত্তরায় আ.লীগ নেতা হাবিব হাসান এর ভাই নাদিমকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ:

BDC বাংলা News: Custed: মোঃ মুজাহিদুল ইসলামঃDate:08.05.2025 ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ও ঢাকা- ১৮ আসনের সাবেক এমপি আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসানের ভাই নাদিম মাহমুদকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। নাদিমের বিরুদ্ধে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে হত্যা করার একাধিক হত্যা মামলা।নাদিম মাহমুদকে গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান। এ সময় তিনি বলেন, বুধবার রাত আনু: ১২.৩০ মিনিটের সময় অভিযান চালিয়ে নাদিম মাহমুদ কে বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন, উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার সাদ্দাম হোসেনের নেতৃত্বে গ্রেফতার অভিযানটি পরিচালনা করা হয়। উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান ইতি মধ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বড় বড় দোসরদের গ্রেফতার করে এলাকায় প্রচুর সুনাম অর্জন করছেন।