BDC বাংলা News: Kazi Sobur: কাইচাইল,নগরকান্দা, ফরিদপুর। Date:30,06.2025 এক সময় ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কাইচাইল বিল ছিল মাছের জন্য প্রসিদ্ধ। প্রাকৃতিকভাবে বেড়ে উঠা দেশি মাছ যেমন—রুই, কাতলা, মৃগেল, কৈ, ট্যাংরা, পাবদা—এই বিলেই মিলত। বর্ষা মৌসুমে পানিতে ভরপুর কাইচাইল বিল হয়ে উঠত মাছ ধরার উৎসবমুখর এক অঞ্চল। স্থানীয়রা নিজেদের চাহিদা মিটিয়ে অতিরিক্ত মাছ বাজারে বিক্রি করত, যা কম দামে সাধারণ মানুষ কিনে খেতে পারত। কিন্তু এখন সেই দৃশ্য শুধু স্মৃতিতে। কাইচাইল বিলের মাছ প্রায় বিলুপ্তির পথে। এর পেছনে অন্যতম কারণ হলো নিষিদ্ধ চায়না জালের অবাধ ব্যবহার। এই পাতলা, সূক্ষ্ম ফাঁসযুক্ত জালটি পানিতে থাকা সব ধরণের মাছ, এমনকি ডিম ও পোনাও আটকে ফেলে। ফলে মাছের প্রাকৃতিক প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে। চায়না জালের ভয়াবহতাঃ বিশেষজ্ঞদের মতে, চায়না জাল অত্যন্ত ক্ষতিকর কারণ— এটি পানি থেকে সব আকারের মাছ, এমনকি নতুন জন্ম নেয়া পোনাও ধরে ফেলে। মাছের প্রাকৃতিক আবাস ও খাদ্যচক্রে ব্যাঘাত ঘটায়। দীর্ঘমেয়াদে বিলের জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যায়। এছাড়া এই জাল ব্যবহারের ফলে কিছু অসাধু ব্যবসায়ী অল্প সময়ে বেশি লাভ করতে গিয়ে পুরো বিল ও...
Office:57HatirJheel,Rampura,Dhaka1219,Bangladeash.Gmaiil:bbconbd@gmail.com