Skip to main content

Posts

Showing posts from June, 2025

কাইচাইল বিলের মাছ বিলুপ্তির পথে: চায়না জালের ভয়াবহতা ও সামাজিক সচেতনতার অভাবঃ

BDC বাংলা News: Kazi Sobur: কাইচাইল,নগরকান্দা, ফরিদপুর। Date:30,06.2025 এক সময় ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কাইচাইল বিল ছিল মাছের জন্য প্রসিদ্ধ। প্রাকৃতিকভাবে বেড়ে উঠা দেশি মাছ যেমন—রুই, কাতলা, মৃগেল, কৈ, ট্যাংরা, পাবদা—এই বিলেই মিলত। বর্ষা মৌসুমে পানিতে ভরপুর কাইচাইল বিল হয়ে উঠত মাছ ধরার উৎসবমুখর এক অঞ্চল। স্থানীয়রা নিজেদের চাহিদা মিটিয়ে অতিরিক্ত মাছ বাজারে বিক্রি করত, যা কম দামে সাধারণ মানুষ কিনে খেতে পারত। কিন্তু এখন সেই দৃশ্য শুধু স্মৃতিতে। কাইচাইল বিলের মাছ প্রায় বিলুপ্তির পথে। এর পেছনে অন্যতম কারণ হলো নিষিদ্ধ চায়না জালের অবাধ ব্যবহার। এই পাতলা, সূক্ষ্ম ফাঁসযুক্ত জালটি পানিতে থাকা সব ধরণের মাছ, এমনকি ডিম ও পোনাও আটকে ফেলে। ফলে মাছের প্রাকৃতিক প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে। চায়না জালের ভয়াবহতাঃ বিশেষজ্ঞদের মতে, চায়না জাল অত্যন্ত ক্ষতিকর কারণ— এটি পানি থেকে সব আকারের মাছ, এমনকি নতুন জন্ম নেয়া পোনাও ধরে ফেলে। মাছের প্রাকৃতিক আবাস ও খাদ্যচক্রে ব্যাঘাত ঘটায়। দীর্ঘমেয়াদে বিলের জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যায়। এছাড়া এই জাল ব্যবহারের ফলে কিছু অসাধু ব্যবসায়ী অল্প সময়ে বেশি লাভ করতে গিয়ে পুরো বিল ও...

টঙ্গীর শীর্ষ ফেনসিডিল সম্রাজ্ঞী আরফিনা, কোন অদৃশ্য ইশারায় ধরা ছোয়ার বাহিরে- পর্ব-১

BDC বাংলা News:Cust;মোঃ মুজাহিদুল ইসলামঃ Date:12.06.2025 মুজাহিদুল ইসলাম গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানাধীন ৫৬ নং ওয়ার্ড ব্যাংক মাঠ বস্তি (কো-অপারেটিভ মাঠ) এর শীর্ষ মাদক সম্রাজ্ঞী আরফিনা বেগম। এলাকায় সে বড় আপা নামে খ্যাত, এছাড়াও তাকে জামালের বউ নামে বেশি পরিচিত। তিনি টঙ্গীর অন্যতম শীর্ষ ফেনসিডিল ব্যবসায়ী হিসাবে বেশি পরাচিত। টঙ্গীর কোথাও ফেনসিডিল পাওয়া না গেলেও আরফিনার কাছে সব সময় পাওয়া যায়। মাদক ব্যবসার কাজে আরফিনাকে সহযোগিতা করেন তার ভাই শ্রাবণ ও স্বামী জামাল। বস্তিতে বসে দেদারছে মাদক কারবার চালিয়ে গেলেও গত ৬/৭  বছরে আরফিনাকে টঙ্গী পূর্ব থানা পুলিশ একবারও আটক করতে পারেনি। অসাধু কয়েকজন পুলিশ সদস্য ও আওয়ামীলীগের কিছু ক্ষমতাসীন দলের স্থানীয় কয়েকজন নেতার নিয়মিত মাসোহারার বিনিময়ে আরফিনা চালিয়েছে  মাদকের ব্যবসা। ব্যাকের মাঠ বস্তি টঙ্গী পূর্ব থানা থেকে কয়েক শত গজ দুরে অবস্থিত। কিন্তু কয়েক বছরের মধ্যে একদিনও টঙ্গী পূর্ব থানা পুলিশ আরফিনাকে গ্রেফতার করতে পারেনি নাকি অন্য কোন অদৃশ্য ইশারায় তাকে গ্রেফতার করেননি পুলিশ ? আরফিনা ফেনসিডিল ব্যবসায়ে নতুন নতুন কৌশল অবলম্বন করে। তার মাদক ব...

নগরকান্দায় দক্ষিনকান্দি মটর সাইকেল ফুটবল টুর্নামেন্ট 2025 ফাইনাল অনুষ্ঠিত। ভাজনদী৩/১ গোলে বিজয়ী রানার্স আপ সদরপুর।

BDC বাংলা News: Custed: সেলিম সরদার নগরকান্দা Corresponded: Date:11.06.2025 হাজার হাজার ফুটবলামোদী দর্শকের উপস্থিতিতে এবং উৎসব মুখর পরিবেশে  ফরিদপুর জেলার নগরকান্দায় আনন্দ ভ্রমনের মোটর সাইকেল কাপ  ফুটবল টুর্নামেন্ট ২০২৫ -এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  দক্ষিনকান্দী যুব সমাজের উদ্যোগে বুধবার (১১ জুন ) বিকালে দক্ষিনকান্দী খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ভাজনদী সিকদার ফুটবল একাদশ  ২ -০   গোলে সদরপুর ফুটবল একাদশকে  পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।  প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং খেলা শেষে ট্রফি বিতরন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।  চ্যাম্পিয়ন টিম কে একটা টিভিএস মটর সাইকেল এবং রানার্সআপ টিমকে একটা ফ্রিজ দেওয়া হয়।   মোঃ খোরশেদ আলম তালুকদারের সভাপতিত্বে  উপস্থিত ছিলেন  , নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম,নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল,সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, ঢাকা মহানগর উত্তর...

নগরকান্দায় সন্ত্রাসী হামলার ঘটনায় প্রত্যাহারকৃত ওসি সফর আলীকে পুনরায় দেখতে চান নগরকান্দার বিভিন্ন পেশার মানুষ।

BDC বাংলা News: আপডেটঃ Bdcbangla Desk:Date:03.06.2025 নগরকান্দা থানার ভবুকদিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী বর্ষার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় নগরকান্দা থানার চৌকস অফিসার ইনচার্জ মোঃ সফর আলী কে ষ্ট্যান্ড রিলিজ করা হয়। যদিও এই ঘটনায় ওসি সফর আলীর কোন দোষ নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী বর্ষা নগরকান্দা থানায় এসে ডিউটি অফিসারের সাথে কথা বলে একটা অভিযোগ দায়ের করেন। তখন ওসি সাহেব থানার বাইরে দায়িত্বরত থাকায় ডিউটি অফিসার দরখাস্থটা রেখে নগরকান্দা থানার কিলো ডিউটি রত এস আই আমিনুর কে ঘটনাস্থলে যেতে বলেন। এস আই আমিনুর বিকালে ঘটনাস্থলে যান এবং তিনি ঘটনাস্থলে  থাকা অবস্থায় বর্ষার উপর হামলা হয়। হামলার খবর পেয়ে ওসি সফর আলী ঘটনাস্থলে ছুটে যান এবং অভিযান চালিয়ে বর্ষার উপর হামলার সাথে জড়িত থাকার অপরাধে ৬ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন । এলাকাবাসী গ্রেফতার কৃত আসামী থানায় আনার সময় বাধা দেয় এবং পুলিশের উপর হামলা করে।   ওসি সফর আলীর  নেতৃত্বে পুলিশ এলাকা বাসীর বাধা উপেক্ষা করে আসামীদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।  ওসি সফর আলী ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে নগরকান...