BDC বাংলা News:Custed:Online Desk:Date:15.07.2025
জনাব রেজাউল করিম মল্লিক, ডিআইজি, ঢাকা রেঞ্জের ডিআইজি মহোদয়ের উপস্হিতিতে জেলা পুলিশ ফরিদপুরে বিশেষ অপরাধ সভা ও কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক মহোদয় ফরিদপুর জেলায় পৌঁছালে তাকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেন জনাব মোঃ আব্দুল জলিল, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। এসময় ফরিদপুর জেলা পুলিশের একটি চৌকশ দল সম্মানিত ডিআইজি মহোদয়কে ”গার্ড অব অনার” প্রদান করেন।
পরবর্তীতে ফরিদপুর জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বিশেষ অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে সম্মানিত ডিআইজি মহোদয় ফরিদপুর জেলা পুলিশের সকল পুলিশ কর্মকর্তাগণকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনাসহ জেলার আইন শৃঙ্খলা রক্ষার্থে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
অতঃপর সম্মানিত ডিআইজি মহোদয় ফরিদপুর পুলিশ লাইনস শহীদ ছালাম সভা কক্ষে বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন। এসময় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও ফোর্সগণ বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। মাননীয় ডিআইজি মহোদয় সেসব সমস্যার কথা শুনেন এবং সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন। উক্ত সভায় ছাত্র-জনতা গণঅভ্যুত্থান-২০২৪ এ শাহাদাত বরণকারী অত্র জেলার সাত(০৭) জন বীর সন্তানের পরিবারবর্গ উপস্থিত ছিলেন এবং ডিআইজি মহোদয়ের কাছে তাদের অনুভূতি ব্যক্ত করেন। এসময় ডিআইজি মহোদয় নিহত অত্র জেলার শহীদ পরিবারের সদস্যবৃন্দের মাঝে উপহার সামগ্রী তুলে দেন।
পরিশেষে ফরিদপুর জেলা পুলিশের মাল্টিপারপাস হল (কল্যাণ শেড) উদ্বোধন করেন জনাব রেজাউল করিম মল্লিক, ডিআইজি, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ। এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল জলিল, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুরসহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Comments
Post a Comment
Thanks For Comment