BDC বাংলা News:মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ-
ভালুকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি, ষড়যন্ত্রমূলক মিথ্যাচার এবং সারাদেশে প্রশাসনের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ জুলাই) বিকেলে ভালুকা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি পাইলট স্কুল মোড় থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সহ পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় পাইলট স্কুল মোড়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, সদস্য গোলজার আহমেদ, আনোয়ার উদ্দিন আহমেদ, আব্দুর রহিম আকন্দ, অ্যাডভোকেট উসমান গণি মাখন, যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মণ্ডল, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, মাজহারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, কৃষক দলের সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাসুদ, ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান ও মহিলা দলের সভাপতি শামীমা রশিদ।
সমাবেশে বক্তারা বলেন, দু’একটি রাজনৈতিক দল ক্ষমতার লোভে বিএনপির বিরুদ্ধে নানাভাবে কাল্পনিক, অসত্য ও মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে জনগণকে উসকে দিতে তারা কাল্পনিক বক্তব্য উপস্থাপন করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভূয়া আইডি চালু করে একের পর এক মিথ্যা ও গায়েবি অপপ্রচারে লিপ্ত রয়েছে তারা। আমরা বলতে চাই, বিএনপি উড়ে আসা দল না। এটি প্রতিটা জনগণের পছন্দের দল। কাজেই এসব অপপ্রচার করে বিএনপির কোন ক্ষতি করা যাবে না। অপপ্রচারের বিরুদ্ধে জনগণকে আরো সচেতন হতে হবে।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের হুুঁশিয়ারি দিয়ে বক্তারা আরো বলেন, দেশে কোন সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করা হলে তা রাজপথে থেকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে এবং উৎখাত করা হবে।

Comments
Post a Comment
Thanks For Comment