ফরিদপুরের নগরকান্দার কাইচাইল ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির তৃর্নমুলের মতবিনিময় সভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত।
Custed: Kazi Sobur:BDC বাংলা News: Date:21.08.2025:
ফরিদপুরের নগরকান্দার কাইচাইল ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির তৃর্নমুলের মতবিনিময় সভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত।
আজ বৃহস্পতিবার একুশে আগস্ট ২০২৫ সন্ধায় ফরিদপুরে নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নে ৯নং ওয়ার্ডের জিয়াখুলির চার রাস্তার মোড়ে নামক স্তানের বিএনপি কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে ।
অনুস্ঠানে সভাপতিত্ব করেন কাইচাইল ইউনিয়ন শ্রমিকদলের সাধারন সম্পাদক মোঃ রাসেল আহমেদ কানন মাতুব্বর ও সেলিম সরকার।
অনুস্ঠিত সভায় আসন্ন সংসদ নির্বাচনে ফরিদপুর ২ আসনের মনোনিত এমপি পদপ্রার্থী জনাবা সামা ওবায়েদ রিংকুর হাত কে শক্তিশালী করে ধানের শিষে ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষে তৃর্নমুলের ভোটারদের সংগঠিত করে নির্বাচনী প্রচানার ও দিক নির্দেনার বিষয় প্রধান্য পায়।
আয়োজিত মতবিনিময় সভায় তৃর্নমুলের নেতা কর্মিদের মধ্যে উপস্হিত ছিলেন।
কাইচাইল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সেন্টু মাতুব্বর। ৯নং ওয়ার্ড বিএনপি' নেতা, মোঃ মজনু তালুকদার। কাইচাইল ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুন তালুকদার। ইউনিয়ন শ্রমিক দলের সদস্য মোঃ পাউচা মাতুব্বর। ইউনিয়ন শ্রমিক দলের সহ সাংগঠনিক মোঃশাহজাহান মাতুব্বর। ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি আইয়ুব মিয়া। ইউনিয়ন শ্রমিক দলের সদস্য মোঃ নাইম তালুকদার। ইউনিয়ন শ্রমিক দলের
সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আলি আকবর মোল্লা। ইউনিয়ন শ্রমিক দলের সহ সম্পাদক। মোঃ সোহাগ মিয়া। মোঃ জাকির তালুকদার। মোঃ রাকিব তালুকদার।
অনুস্ঠানে সভাপতি মোঃ রাসেল আহমেদ কানন মাতুব্বর বক্তব্যে বলেন আগামী সংসদ নির্বাচনে উপলক্ষে তৃণমূল কর্মীদের অভ্যন্তরীণ বিবাধ, মান অভিমান, দিধা দন্দো, ভুলে ৯ ওয়ার্ডেবাসীকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাধ্যমে নগরকান্দা,সালথার জনমানুষের নেত্রী ফরিদপুর ২আসনের বিএনপির মনোনিত এমপি পদপ্রার্থী। কেএম ওবায়দুর রহমানের সুযোগ্য কন্যা।
শামা ওবায়েদ ইসলাম রিংকু আপাকে ধানের শিষ মার্কায় বিপুল ভোটে জয়যুক্ত করে ফরিদপুর ২ এর এমপির আসনে বসানোর জন্য তৃর্নমুলের নেতাকর্মি সংগঠিত করতে হবে এবং ভোটারদের ঘরে ঘরে ধানের শিষে ভোট দেওয়ার আহবান জানিয়ে নির্বাচনী প্রাচারনার প্রস্তিতি নেওয়ার আহবান জানান।
আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্হতা কামনা করা হয়। মিলাদ ও দোয়া শেষে সভায় উপস্হিত সকল নেতাকর্মি ও সচধারন জনগন খেচুড়ি খাওয়ার মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

Comments
Post a Comment
Thanks For Comment