নগরকান্দার কাইচাইল ইউনিয়নের ঐতিহ্যবাহী খাল ডাক সম্পন্ন। সর্বচ্চ মুল্য প্রস্তাবকারী লাল চাঁন মিয়া পক্ষে নিলাম চুড়ান্তঃ
Custed: Kazi Sobur:Ad-of BDC বাংলা News: নগরকান্দা (ফরিদপুর) :Date:21.08 2025
নগরকান্দা (ফরিদপুর) থেকে AD:of-DBC Bangla:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিন কাইচাইল মাদ্রাসা প্রাঙ্গণে শনিবার সকালে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী খাল ডাক। স্থানীয়ভাবে পরিচিত এই খালটি প্রায় ১ কিলোমিটার দীর্ঘ, যা বর্ষা মৌসুমে ভরাট পানিতে ভরে যায় এবং প্রাকৃতিকভাবে প্রচুর মাছ জন্মায়।
প্রতি বছরের ন্যায় এ বছরও খালের মাছ ধরার মালিকানা আগাম নিলামের মাধ্যমে হস্তান্তর করা হয়। সকাল ৮টায় শুরু হওয়া নিলামে ৬ জন স্থানীয় মাছ ব্যবসায়ী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতামূলক দর হাঁকাহাঁকির এক পর্যায়ে সর্বোচ্চ মূল্য প্রস্তাবকারী মো: লাল চাঁন মিয়ার পক্ষে নিলাম চূড়ান্ত হয়। নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষ সর্বোচ্চ দরদাতার নাম তিনবার ঘোষণা করে নিশ্চিত করে দেন ২০২৫ সালের খাল ডাকের মালিকানা।
খাল ডাক থেকে প্রাপ্ত অর্থ প্রতিবছরের মতো এবারও দক্ষিন কাইচাইল মাদ্রাসা ও মসজিদের ব্যয় মেটাতে মাদ্রাসা-মসজিদ ফান্ডে জমা রাখা হবে। স্থানীয়রা জানান, এ খাল ডাক শুধু মাছ ব্যবসার জন্যই নয়; বরং সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানকে সহায়তার অন্যতম উৎস হিসেবে একটি ঐতিহ্যে পরিণত হয়েছে।
এলাকাবাসীর অভিমত, প্রাকৃতিকভাবে মাছ সমৃদ্ধ এই খাল সংরক্ষণ ও নিয়মিত খাল ডাক আয়োজনের মাধ্যমে মাদ্রাসা ও মসজিদের খরচ নির্বাহের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখছে।

Comments
Post a Comment
Thanks For Comment