নগরকান্দায় সাংবাদিকের মোটরসাইকেল আটকে চাঁদা দাবি,অভিযুক্ত বহু মামলার আসামি ‘সোর্স সজিব’বিরুদ্ধে :
ফরিদপুরের নগরকান্দায় ঢাকায় কর্মরত এক সাংবাদিকের মোটরসাইকেল আটকে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে সজিব নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি একাধিক মামলার আসামি ও স্থানীয়ভাবে ‘পুলিশ সোর্স’ হিসেবে পরিচিত।
স্থানীয়রা জানান, গতকাল ওই সাংবাদিক নিজ এলাকায় আসলে চলন্ত অবস্থায় তার মোটরসাইকেল থামিয়ে দেন সজিব। এ সময় তিনি সাংবাদিকের কাছে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। সাংবাদিক প্রতিবাদ করলে চারপাশে হৈচৈ শুরু হয় এবং স্থানীয় লোকজন এগিয়ে আসলে সজিব মোটরসাইকেল ছেড়ে দেন।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে নগরকান্দা থানার এক উপ-পরিদর্শক (এসআই) সুকান্তর ঘনিষ্ঠ সোর্স হিসেবে কাজ করতেন সজিব। সে সময় তিনি ইয়াবা মামলা সাজানো, সাধারণ মানুষকে ফাঁসানো ও টাকার বিনিময়ে মুক্তির মতো নানা অপরাধে জড়িয়ে পড়েন। বর্তমানে সংশ্লিষ্ট এসআই বদলি হলেও সজিব এলাকায় চাঁদাবাজি, অটোভ্যান ও বাসাবাড়ি থেকে চুরি, এবং একাধিক মামলায় জেল খেটে জামিনে এসে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছেন বলে স্থানীয়দের অভিযোগ।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে নগরকান্দা থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments
Post a Comment
Thanks For Comment