ফরিদপুর নগরকান্দায় ভুমি দস্যু সাদ্দাম বাহিনীর অবৈধ বালু উত্তোলন,হুমকির মুখে কৃষিজমি ও ঘরবাড়ি::
KaziSobur: নগরকান্দা,ফরিদপুর:Date:20.08.2025
অবৈধ ড্রেজার বালু উত্তোল। কৃষিজমি ও বসতভিটা হুমকির মুখে। প্রশাসনের নীরবতা কেন সাদ্দাম বাহিনী সহ নগরকান্দার বিভিন্ন গ্রামে
ভুমিদস্যুদের দৌরাত্ম্য:
ফরিদপুরের নগরকান্দায় চরযোশরদি ইউনিয়নের নিখরহাট নামকস্হানে সরকারি খাল, বিল, পুকুর ও কৃষিজমির পাশে প্রকাশ্যে চলছে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন। স্থানীয় সূত্রে জানা যায়, ভুমি দস্যু ও মাটি খেকো সাদ্দাম ও তার বাহিনী প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিনের পর দিন এই অপরাধ চলিয়ে যাচ্ছে।
কৃষিজমি ও ঘরবাড়ি ঝুঁকিতে:
অবৈধ বালু উত্তোলনের ফলে ধসে পড়ছে কৃষি আবাদি জমি। শত শত পরিবারের জমি, বসতভিটা ও ঘরবাড়ি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। কৃষিজ উৎপাদন হুমকির মুখে পড়ছে, আর আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ।
প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ:
প্রশ্ন জাগে—প্রশাসনের চোখের সামনে এই অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে প্রকাশ্যে বালু উত্তোলন চললেও কেন কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে না? এ নীরবতা কি ইচ্ছাকৃত, নাকি অবহেলা?
অবিলম্বে ব্যবস্থা প্রয়োজনঃ
আমরা মনে করি, নগরকান্দায় অবৈধ ড্রেজার বালু উত্তোলন বন্ধে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। ভুমি দস্যু সাদ্দাম ও তার বাহিনীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। অন্যথায় এর খেসারত দিতে হবে সাধারণ মানুষকে, হারাতে হবে কৃষিজমি ও বসতভিটা।
---

Comments
Post a Comment
Thanks For Comment