Skip to main content

Posts

Showing posts from July, 2025

গাজার সাংবাদিকরা তাদের নিজস্ব ক্ষুধার কথা জানালেন বিশ্বে ইসরায়েল-হামাস যুদ্ধে

BDC বাংলা News: Custed: জুওয়াইরিয়া রাইট: রাইট TIME-এর একজন সম্পাদকীয় প্রযোজক। ২৫ জুলাই, ২০২৫: 01.53 AM  গত মাসে, দুটি ক্যামেরা, একটি কাজের ল্যাপটপ এবং তার বর্মের ওজন বহন করতে না পেরে, গাজার ফটোসাংবাদিক বাশার তালেব তার কাজের চেয়ে তার স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ৩৫ বছর বয়সী এই ব্যক্তি, যিনি ২০১০ সাল থেকে এজেন্স ফ্রান্স-প্রেসের সাথে কাজ করছেন, ৩৫ পাউন্ড ওজন কমিয়েছেন, তিনি বলেন, এবং তার প্রয়োজনীয় দূরত্ব গণনা করতে শুরু করেছেন। "আমি কি বাড়ি ফিরতে পারব, কি পারব না? আমি কি পরিবহনের কোনও উপায় খুঁজে পাব, কি পারব না?" তিনি প্রতিদিন দুর্বলতা এবং মাথা ঘোরা অনুভব করার বর্ণনা দেন। এক বছরেরও বেশি সময় আগের ক্ষুধার পূর্বাভাস এখন গাজায় গ্রাস করেছে।  জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এই সপ্তাহে জানিয়েছে যে, ১০০,০০০ নারী ও শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে এবং এই অঞ্চলের ২১ লক্ষ বাসিন্দার এক- তৃতীয়াংশ টানা একাধিক দিনেরও বেশি সময় ধরে খাবার থেকে বঞ্চিত। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন, যার ফলে ক্ষুধাজনিত ...

ভালুকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ:

BDC বাংলা News:মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ- ভালুকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি, ষড়যন্ত্রমূলক মিথ্যাচার এবং সারাদেশে প্রশাসনের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ জুলাই) বিকেলে ভালুকা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি পাইলট স্কুল মোড় থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সহ পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় পাইলট স্কুল মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, সদস্য গোলজার আহমেদ, আনোয়ার উদ্দিন আহমেদ, আব্দুর রহিম আকন্দ, অ্যাডভোকেট উসমান গণি মাখন, যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মণ্ডল, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, মাজহারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, কৃষক দলের সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাসুদ, ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান ও মহিলা দলের সভাপতি শামীমা...

ঢাকা রেঞ্জের ডিআইজির উপস্হিতিতে জেলা পুলিশ ফরিদপুরে বিশেষ অপরাধ সভা ও কল্যাণ সভা অনুষ্ঠিত।

BDC বাংলা News:Custed:Online Desk:Date:15.07.2025 জনাব রেজাউল করিম মল্লিক, ডিআইজি, ঢাকা রেঞ্জের ডিআইজি মহোদয়ের উপস্হিতিতে জেলা পুলিশ ফরিদপুরে বিশেষ অপরাধ সভা ও কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক মহোদয় ফরিদপুর জেলায় পৌঁছালে তাকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেন জনাব মোঃ আব্দুল জলিল, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। এসময় ফরিদপুর জেলা পুলিশের একটি চৌকশ দল সম্মানিত ডিআইজি মহোদয়কে ”গার্ড অব অনার” প্রদান করেন। পরবর্তীতে ফরিদপুর জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বিশেষ অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে সম্মানিত ডিআইজি মহোদয় ফরিদপুর জেলা পুলিশের সকল পুলিশ কর্মকর্তাগণকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনাসহ জেলার আইন শৃঙ্খলা রক্ষার্থে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।  অতঃপর সম্মানিত ডিআইজি মহোদয় ফরিদপুর পুলিশ লাইনস শহীদ ছালাম সভা কক্ষে বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন। এসময় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও ফোর্সগণ বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। মাননীয় ডিআইজি মহোদয় সেসব সমস্যার কথা শুনেন এবং সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারদে...

টুঙ্গীতে গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা: স্বজনদের ওপর হামলা ও হত্যার অভিযোগ

BDC বাংলা News মোঃ মুজাহিদুল ইসলামঃ টৃংগীর ব্যাংকর মাঠ নামক এলাকায় স্বামির তার পরিবারে নির্যাতনে মিতু নামক এক গৃহবধুর মিত্যুর অভিযোগ স্বজনদের।  গাজীপুরের টুঙ্গীর ব্যাংকের মাঠ নামক এলাকায় মিতু নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু। গৃহবধুর মিত্যু পরিকল্পিত  হত্যা কান্ড বলে স্বামি ও তার পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে স্বামি ক্ষিপ্ত হয়ে মৃতের স্বজনদের বাড়িতে হত্যার উদ্যোশ্যে সংগোবোদ্ধো সন্ত্রাসী হামলা ভাংচুরের অভিযোগে এলাকা জুরে উত্তেজনা।  গৃহবধুকে তার স্বামী নির্যাতন করে হত্যা করেছে বলে স্বামীর বিরুদ্ধে টঙ্গী থানায়  মৃতের স্বজনদের অভিযোগ ।  উত্তরা টংগী থেকে  বিডিসি নিউজ বাংলা প্রতিনিধি।  গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার ব্যাংকের মাঠ এলাকায় এক তরুণীকে দীর্ঘদিন ধরে নির্যাতনের মাধ্যমে হত্যার অভিযোগ উঠেছে। সেই পরিবারের উপর পূর্বে সংগঠিত সশস্ত্র হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বলে জানা য়ায় । টুঙ্গী পূর্ব থানায় থানায় পৃথক দুইটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রথম অভিযোগে নিহত তরুণী মিতুর মা মোসাঃ ঝুমুর (৩৭) জানান, ২০২১ সালের ১৪ জানুয়ারি সন্ধ্যায় অভি...